অনুসন্ধান : সকাল ১০ টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত
যোগাযোগ : ০১৩২৭৩৬১৮০১, ০১৩২৭৩৬১৮০২, ০১৩১০৪২৬৪৪৪, ০১৩১৯১৯৫৭৬৬
ইমেইল : admissionhelp@juniv.edu
জরুরী বিজ্ঞপ্তি :
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নির্দেশিকা। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদন করার শেষ সময়ঃ ৩১-০১-২০২৪ বুধবার রাত ১১:৫৯ মিনিট। পেমেন্ট করার শেষ সময়ঃ ০৩-০২-২০২৪ শনিবার রাত ১১:৫৯ মিনিট। প্রশ্নপত্রের ভাষা পরিবর্তন আবেদনের শেষ সময়ঃ ৬ ফেব্রুয়ারী ২০২৪, বিকাল ৪:০০ টা। এরপরে আর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
০১
ন্যূনতম যোগ্যতা যাচাই
০২
মোবাইল নম্বর যাচাই
০৩
ছবি ও স্বাক্ষর আপলোড
০৪
ফি প্রদান
০৫
প্রবেশপত্র ডাউনলোড
১৪ জানুয়ারি ২০২৪ সকাল ১০:০০ টা
৩১ জানুয়ারি ২০২৪ রাত ১১:৫৯ মিনিট
১৭ ফেব্রুয়ারি ২০২৪
২২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪
০৩ ফেব্রুয়ারি ২০২৪ রাত: ১১ঃ৫৯
29 Feb 2024
29 Feb 2024
24 Feb 2024
আবেদনের নির্দেশনাবলী
ju-admission.org ওয়েবসাইটের হোমপেজে “নতুন আবেদন” -এ ক্লিক করে, আবেদনকারীকে উচ্চমাধ্যমিক/সমমান ও মাধ্যমিক/সমমান -এর শিক্ষাবোর্ড, পাশের সাল, রোল নং প্রদান করতে হবে। সকল তথ্য পূরণের পর “সাবমিট করুন” – এ ক্লিক করলে পরবর্তী স্ক্রীনে আবেদনকারী তার উচ্চমাধ্যমিক/সমমান ও মাধ্যমিক/সমমানের তথ্য, ব্যক্তিগত তথ্য এবং সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদনযোগ্য ইউনিটসমূহের তালিকা দেখতে পাবেন। আবেদনকারীকে সকল তথ্য মিলিয়ে “নিশ্চিত করুন” বাটনে ক্লিক করতে হবে।
এই ধাপে আবেদনকারীকে ১১ ডিজিটের মোবাইল নম্বরটি (আবেদনকারীর নিজের অথবা অভিভাবকের) প্রদান করে “নিশ্চিত করুন” বাটনে ক্লিক করতে হবে। আবেদনকারীর প্রদত্ত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে একটি পাসওয়ার্ড পাঠানো হবে ও প্রেরিত পাসওয়ার্ডটি নির্ধারিত ঘরে পূরণ করে “নিশ্চিত করুন” বাটনে ক্লিক করতে হবে এবং এই পাসওয়ার্ডটি পরবর্তীতে আবেদনের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। সতর্কতাঃ
আবেদনকারীকে নিজ প্রোফাইল এ গিয়ে “ছবি আপলোড করুন” ও “স্বাক্ষর আপলোড করুন” অপশনগুলোতে যথাক্রমে ক্লিক করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলোবাইট এর বেশি নয়) ও আবেদনকারীর স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলোবাইট এর বেশি নয়) স্ক্যান করে .jpg অথবা .jpeg ফরম্যাটে আপলোড করতে হবে।
বিভিন্ন ইউনিটে আবেদনের জন্য আবেদন ফি (সার্ভিস চার্জসহ) নিম্নরূপ:
আবেদন ফি
A, B এবং C ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা
C1, D, E এবং IBA-JU ইউনিটের জন্য ৬০০ টাকা
আবেদনকারী তার প্রোফাইলে প্রত্যেক ইউনিটের জন্য পৃথকভাবে “প্রবেশপত্র ডাউনলোড” এর অপশন দেখতে পাবেন। ইউনিট ভিত্তিক “প্রবেশপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে নিজের সংগ্রহে রাখতে হবে। ৯ জুন, ২০২৩ তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।